মুখ‍্যমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিলে পুরোহিতরা : কটাক্ষ বিজেপির

19th September 2020 5:40 pm বাঁকুড়া
মুখ‍্যমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিলে পুরোহিতরা : কটাক্ষ বিজেপির


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  পুরোহিত ভাতা চালু করার জন্য বাঁকুড়ার সারেঙ্গায় সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে মিছিল হল সারেঙ্গায়। উল্লেখ্য,  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা রাজ্যে পুরোহিত ভাতা দেওয়ার ঘোষণা করেছেন। প্রশাসন সূত্রে খবর, প্রাথমিক ভাবে রাজ্যের সাড়ে আট হাজার পুরোহিত প্রর্থম পর্যায়ে ভাতা পাবেন, পরবর্তী কালে আরো বাকিরা পাবেন বলে জানানো হয়েছে, একই সাথে আর্থিক ভাবে দূর্বল দের বাংলার আবাস যোজনায় বাড়ি তৈরী করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। পুরোহিত ভাতা চালু করার জন্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে। এই সাথে মিছিল থেকে সমস্ত পুরোহিত ব্রাহ্মণদের ভাতা এবং সকল স্বাস্থ্য সাথী প্রকল্পে যুক্ত করার ও দাবী জানানো হয়। তবে বিজেপির অভিযোগ, ইমাম ভাতা চালু হল, এত দিন পর পুরোহিত ভাতা চালু করার কথা মনে পড়লো। তাহলে অনান্য সম্প্রদায় খ্রীস্টান পাদরি বা আদিবাসী সম্প্রদায়ের ধর্মগুরুরা কেন পাবে না? একই সাথে বিজেপির দাবী ভাতা নয়, মুখ্যমন্ত্রী চাকরী দিন।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।